Tuesday, September 24, 2013

বাংলার দুর্জয় ঘাটিতে বেদখল বামেরা! গ্রামের পরে শহরেও ছুটল তৃণমুলের বিজয়রথ!

বাংলার দুর্জয় ঘাটিতে বেদখল বামেরা! গ্রামের পরে শহরেও ছুটল তৃণমুলের বিজয়রথ!

পঞ্চায়েতের পর এবার পুরভোট৷ ফের ভরাডুবি বামেদের৷ বামেদের হাত থেকে যে শুধু পাঁচটির মধ্যে চারটি পুরসভার রাশ বেরিয়ে গিয়েছে, তা-ই নয়, যে সব পুরসভায় এতদিন বামেদের একাধিপত্য ছিল তৃণমূল ঝড়ে সেখানে এবার তারা কার্যত অস্তিত্বহীন৷ গ্রামের পর শহরেও ছুটল তৃণমূলের বিজয় রথ। দক্ষিণবঙ্গের আটটা পুরসভাই তৃণমূলের। কংগ্রেস দুটি পুরবোর্ড ধরে রাখল। বামেরা জিতল মেখলিগঞ্জে


২০০৮ সালে ১২টি পুরসভার মধ্যে ৫টি ছিল বামফ্রন্টের দখলে৷ চারটি পুরসভায় জয়ের মুখ দেখেছিল কংগ্রেস৷ ৩টিতে তৃণমূল৷ ২০০৮ সালে বামেদের দখলে ছিল পানিহাটি, বর্ধমান, চাকদা, বালুরঘাট, মেখলিগঞ্জ পুরসভা৷ তার মধ্যে মেখলিগঞ্জ ছাড়া সবক'টিই এবার বিপুল ভোটের ব্যবধানে ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷


১২টির মধ্যে আটটি পুরসভাতেই ফুটল ঘাসফুল। মঙ্গলবার পানিহাটি, বর্ধমান, চাকদা, বালুরঘাট, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, আলিপুরদুয়ার, ডালখোলা, দুবরাজপুর, হাবড়া, গুসকরা ও ডায়মন্ডহারবার পুরসভার ভোটের ফলাফল দেখে স্পষ্ট অব্যাহতই আছে তৃণমূলের জয়যাত্রা। তবে চাকদা ও বর্ধমানে ভোটের দিনই প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিল বামেরা। অতএব এদিন ১০টি পুরসভার ভাগ্যনিধার্রণ হয়।


গতবার ৩টি পেলেও এবার ১২টি পুরসভার মধ্যে ৮টিই তৃণমূলের দখলে৷ বামেদের হাতছাড়া হয়েছে ৪টি, কংগ্রেসের হাত থেকে ১টি পুরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷


উল্লেখ্য, ২০০৮-এর পুর নির্বাচনে বামেদের দখল থাকা ৫টির মধ্যে ৪টি পুরসভাতেই এবার থাবা বসিয়েছে তৃণমূল৷ ঘাসফুলের দখলে থাকা ৮টি পুরসভা হল চাকদা, গুসকরা, বালুরঘাট, ডায়মন্ডহারবার, দুবরাজপুর, বর্ধমান, হাবড়া, পানিহাটি৷ বামেদের দখলে শুধুমাত্র মেখলিগঞ্জ৷ হলদিবাড়ি, ডালখোলা পুরসভা দখল করেছে কংগ্রেস৷


বামেদের হাত থাকা বর্ধমান পুরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ মোট ৩৫টি ওয়ার্ডেই ঘাসফুল ফুটেছে৷ গতবার বামেরা জিতেছিল ৩০টিতে৷ তৃণমূল ৫টিতে৷ আবার পানিহাটি পুরসভার ৩৫টি মধ্যে ৩০টি ওয়ার্ডে জয় তৃণমূলের৷ ৩টি কংগ্রেস, ২টি আসন পেয়েছে বামেরা৷ পানিহাটিতে গতবার বামেদের দখলে ছিল ২২টি ওয়ার্ড৷ তৃণমূলের ঝুলিতে ৮টি৷ এমনকী বামেদের হাতে থাকা চাকদা পুরসভাও এবার ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ ২১টির মধ্যে সবকটি ওয়ার্ডেই জয়ী তৃণমূল৷ গতবার বামেরা পেয়েছিল ২০টি, ১টি তৃণমূল৷


পরিবর্তনের হাওয়া বালুরঘাটেও৷ সেখানেও বামেদের হাতে থাকা পুরসভার দখল নিল তৃণমূল৷ ২৫টির মধ্যে ১৪টি ওয়ার্ডই তৃণমূলের দখলে৷ ১১টি ওয়ার্ডে জয়ী বামেরা৷ গতবার ওয়ার্ড ছিল ২৩টি৷ বামেরা পেয়েছিল ২২, কংগ্রেস ১টি৷


কিন্তু মেখলিগঞ্জ পুরসভা দখলে রাখতে সক্ষম বামেরা৷ ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টিই পেয়েছে ফরওয়ার্ড ব্লক৷ ১টি পেয়েছে কংগ্রেস৷ গতবার ৯টি আসনের মধ্যে সবগুলিই বামেদের দখলে ছিল৷


এদিকে কংগ্রেসের দখলে থাকা চারটি পুরসভার মধ্যে ১টি ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ একটিতে ত্রিশঙ্কু৷ দুটি পুরসভাতেই নিজের আধিপত্য কায়েম রাখতে পেরেছে কংগ্রেস।


ডালখোলা পুরসভা ধরে রাখল কংগ্রেস৷ ১৬টি ওয়ার্ডের মধ্যে ৯টি কংগ্রেসের, ২টি তৃণমূল, ৪টি বামেদের৷ একটি ওয়ার্ডে গণনা হয়নি৷ ২০০৮-এ আসন ছিল ১৪টি৷ তার মধ্যে কংগ্রেসের দখলে ছিল ৯টি বামেদের ৫টি৷ হলদিবাড়িতেও ক্ষমতা ধরে রাখল কংগ্রেস৷ ১১টি ওয়ার্ডের মধ্যে ৬টি কংগ্রেসের, ৩টি তৃণমূলের, ২টি বামেদের৷ তবে কংগ্রেসের হাতে থাকা আলিপুরদুয়ার পুরসভা এবার ত্রিশঙ্কু৷ ২০টি ওয়ার্ডের মধ্যে বামেরা ৮টি ও কংগ্রেস ও তৃণমূল ৬টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে৷


দুবরাজপুর পুরসভা কংগ্রেসের হাতছাড়া হয়েছে। ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৯, বামেরা ১, কংগ্রেস ৪, বিজেপি ২ ওয়ার্ডে জয়ী৷ ২০০৮-এ আসন ছিল ১৫টি৷ সে সময় কংগ্রেসের দখলে ছিল ৬টি, বামেদের ৫, তৃণমূল ও নির্দল ১টি করে, বিজেপি ২টি৷


২০০৮-এর পুর নির্বাচনে তৃণমূলের দখলে ছিল ৩টি পুরসভা৷ হাবড়া, গুসকরা ও ডায়মন্ডহারবার৷ এবারও এই তিনটি পুরসভা তৃণমূলেরই দখলে৷ হাবড়া পুরসভার ২৪টির মধ্যে ১৫টি ওয়ার্ডে জয় তৃণমূলের, ৮টি ওয়ার্ডে জয় বামেদের, কংগ্রেস একটি৷ গুসকরা পুরসভাও দখলে রাখতে পেরেছে তৃণমূল৷ ১৬টির মধ্যে ১১টি ওয়ার্ডে জয়ী শাসকদল৷ ৫ ওয়ার্ডে জয়ী বামেরা৷


ডায়মন্ডহারবার পুরসভাতেও ক্ষমতা ধরে রাখল তৃণমূলই৷ ১৬টির মধ্যে ১০টি তৃণমূল, ১টি বিজেপি, ৩টি বাম, ১টি নির্দল ও পিডিএস ১টি আসন৷ গত পুরভোটেও ১১টি আসন পেয়েছিল তৃণমূল৷ বাম ১, বিজেপি ২, কংগ্রেস ১, পিডিএস ১৷


এক নজরে দেখে নেওয়া যাক, সেই চারটির মধ্যে কোন পুরসভায় বামেদের কী হাল?

পানিহাটি পুরসভায় মোট আসন ৩৫টি৷ ২০০৮ সালে তার মধ্যে ২২টি আসন পেয়েছিল বামেরা৷ ৮টি আসন পেয়েছিল তৃণমূল৷ চারটি কংগ্রেস এবং ১টি নির্দল৷

এবারে সেখানে বামেদের আসন সংখ্যা কমে এসে ঠেকেছে মাত্র দু'টিতে৷ অন্যদিকে, তৃণমূল জয়ী ৩০টি আসনে৷ কংগ্রেস পেয়েছে ৩টি আসন৷

বর্ধমান পুরসভায় মোট আসন ৩৫টি৷ ২০০৮ সালে বামফ্রন্ট পেয়েছিল ৩০টি আসন৷ তৃণমূল পেয়েছিল ৫টি আসন৷ এবার সেখানে ৩৫টি আসনই তৃণমূলের দখলে৷

চাকদা পুরসভায় মোট আসন সংখ্যা ২১টি৷ ২০০৮ সালে এই পুরসভায় বামেরা পেয়েছিল ২০টি আসন৷ বাকি ১টিতে জিতেছিল তৃণমূল৷ এখানেও এবার সবক'টি আসনে জয়ী তৃণমূল৷

বালুরঘাট পুরসভায় ২০০৮ সালে আসন সংখ্যা ছিল ২৩টি৷ তার মধ্যে বামেরা পেয়েছিল ২২টি, কংগ্রেস ১টি আসন৷ এবার এই পুরসভায় আসন সংখ্যা ২৫টি৷ তার মধ্যে বামেরা জিতেছে মাত্র ১১টি আসনে৷ বাকি ১৪টিতে তৃণমূল৷


একমাত্র মেখলিগঞ্জ পুরসভা বামেরা ধরে রাখলেও, সেখানে তাদের একক কর্তৃত্ব বজায় রইল না৷২০০৮ সালে মেখলিগঞ্জ পুরসভার ৯টি আসনের মধ্যে ৯টিই পকেটে পুরেছিল বামেরা৷ এবার সেখানে ৮টি আসনে জয়ী ফরওয়ার্ড ব্লক৷ ১টিতে কংগ্রেস৷

এছাড়া হলদিবাড়ি, আলিপুরদুয়ার, ডালখোলা, দুবরাজপুর, হাবড়া পুরসভাতেও বামেদের আসন কমেছে৷ গুসকরায় বামেদের আসন সংখ্যা একই রয়েছে৷ তবে, ডায়মণ্ডহারবারে বামেদের আসন সংখ্যা বেড়েছে৷

এর মধ্যে বর্ধমানে ভোট বয়কটের ডাক দিয়েছে বামেরা৷ চাকদাতেও তারা প্রার্থীপদ প্রত্যাহার করেছে৷ রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিপর্যয় আঁচ করেই কি অজুহাতের রাস্তা খোলা রাখতে এই সিদ্ধান্ত? যদিও, জেলা নেতৃত্ব সেকথা মানতে নারাজ৷

সম্প্রতি পঞ্চায়েত ভোটেও ১৭টির মধ্যে ১৩টি জেলা পরিষদ দখল করেছে তৃণমূল৷ তবে গ্রামের পর শহরের সমর্থনও যে এখনও তৃণমূলের পাশে, পুরভোটের দাপটেও তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল৷


DISTRICT

MUNICIPALITY

TOTAL SEATS

TMC

LEFT

CONG

BJP

OTHERS

WIN

কোচবিহার

মেখলিগঞ্জ

9

0

8

1

0

0

বামফ্রন্ট

কোচবিহার

হলদিবাড়ি

11

2

2

6

0

1

কংগ্রেস

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

20

6

8

6

0

0

ত্রিশঙ্কু

দক্ষিণ দিনাজপুর

বালুরঘাট

25

14

11

0

0

0

তৃণমূল

দক্ষিণ দিনাজপুর

ডালখোলা

16

2

4

8

0

1

কংগ্রেস

নদিয়া

চাকদহ

21

21

0

0

0

0

তৃণমূল


DISTRICT

MUNICIPALITY

TOTAL SEATS

TMC

LEFT

CONG

BJP

OTHERS

WIN

উত্তর ২৪ পরগনা

পানিহাটি

35

30

2

3

0

0

তৃণমূল

উত্তর ২৪ পরগনা

হাবড়া

24

15

8

1

0

0

তৃণমূল

উত্তর ২৪ পরগনা

ডায়মন্ড হারবার

16

10

3

0

1

2

তৃণমূল

বর্ধমান

বর্ধমান টাউন

35

35

0

0

0

0

তৃণমূল

বর্ধমান

গুসকরা

16

11

5

0

0

0

তৃণমূল

বীরভূম

দুবরাজপুর

16

9

1

4

2

0

তৃণমূল



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors