Friday, December 5, 2014

Nasreen Taslima বাংলাদেশ আমাকে দেশে ফিরতে দেয় না আজ কুড়ি বছর


বাংলাদেশ আমাকে দেশে ফিরতে দেয় না আজ কুড়ি বছর. এই দেশটার এতেও শান্তি হয় না. আমাকে জ্বালানোর নতুন নতুন ফন্দি আঁটে. দেশে আমার যে সহায় সম্পত্তি আছে, তা সাত ভুতে লুটে পুটে খাচ্ছে দেখে আমার বোনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাইলাম. ও যেন সহায় সম্পত্তির কিছু একটা ব্যবস্থা করে. পাওয়ার অফ অ্যাটর্নির কাগজে বাংলাদেশ দূতাবাসের একটা সই লাগে. কিন্তু এই সই দূতাবাসের কেউ দিচ্ছে না. কারণ আমার সঙ্গে শয়তানি না করলে এরা সম্ভবত মনে করে এদের ইমান নষ্ট হবে বা এরা দোযখের আগুনে পুড়বে!

আমার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের শয়তানি আজ কুড়ি বছর পর-ও কেন শেষ হচ্ছে না, এর সোজা উত্তর: শয়তানি করে পার পায় বলে শয়তানি শেষ করছে না. সরকার জানে আমার পক্ষে তো সম্ভবই নয়, আমার হয়েও কেউ তাদের প্রশ্ন করবে না, কেউ চ্যালেঞ্জ করবে না. যার কেউ নেই তাকে নিশ্চিন্তে নির্যাতন করা যায়. এতে নিশ্চই আরাম জোটে বেশি.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors