Monday, September 29, 2014

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন মাত্র দুইজন শিক্ষার্থী।

By বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (Bangladesh Students' Union)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন মাত্র দুইজন শিক্ষার্থী। এর দায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নয়, বরং বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মারুফ বিল্লাহ তন্ময় ও সাধারণ সম্পাদক লিটন নন্দী আজ এক যৌথ বিবৃতিতে একথা বলেন। 

বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, ইলেক্টিভ ইংরেজী বাধ্যতামূলক করার মাধ্যমে শুধু ও লেভেল, এ লেভেল পড়ুয়া বিত্তবান শিক্ষার্থীদের ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ দেয়ার চেষ্টা চলছে। এ প্রক্রিয়ায় ইংরেজী বিভাগে ভর্তিচ্ছু বাংলা মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীদের বঞ্চিত করার সুস্পষ্ট প্রয়াস লক্ষ্যণীয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ২২১ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪০ হাজার ৫৬৫ জন। আগে সাধারণত জাতীয় কারিকুলামে (এনসিটিবি) অধ্যয়নকারী অর্থাৎ এসএসসি, এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণ ইংরেজি ও ব্রিটিশ কারিকুলাম(ও লেভেল, এ লেভেল) এর শিক্ষার্থীরা ইলেক্টিভ ইংরেজী উত্তর করতেন। বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি নিয়ম অনুযায়ী ইংরেজি বিভাগে ভর্তি হতে চাইলে এখন একজন শিক্ষার্থীকে সাধারণ ইংরেজীতে ন্যূনতম ২০ নম্বরের পাশাপাশি বাধ্যতামূলকভাবে ইলেকটিভ ইংরেজী উত্তর করতে হবে, পেতে হবে ন্যূনতম ১৫ নম্বর। 

ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর ইংরেজী বিভাগে ভর্তি হতে মোট ভর্তিচ্ছুদের মধ্যে ইলেকটিভ ইংরেজী অংশের উত্তর করেছিল মাত্র ১ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিষয়টির উত্তর করেছেন মাত্র ১৭ জন। এর মধ্যে ইংরেজী বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন মাত্র ২ জন। অথচ বিভাগটিতে আসন সংখ্যা রয়েছে ১৩২টি।

অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করার আহবান জানান নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors