Monday, August 31, 2015

উনারা আমাকে ব্যবহার করেছেন : সাবেক সেনা প্রধান শফিউল্লাহ, দেখুন ভিডিও সহ

উনারা আমাকে ব্যবহার করেছেন : সাবেক সেনা প্রধান শফিউল্লাহ, দেখুন ভিডিও সহ

মোশতাকের সঙ্গে শেখ সেলিমের আঁতাত ছিল: শফিউল্লাহ (ভিডিও)

ইন্ডিপেন্ডেন্ট টিভির সাক্ষাৎকারে তিনি বলেন, 'বঙ্গবন্ধু হত্যাকান্ডের সময় আমার ভূমিকা নিয়ে শেখ সেলিমই সমালোচনা করেছেন অন্য কেউ এ নিয়ে কিছু বলেননি। সবাই জানে সে দিন কি হয়েছিল। এসব আলোচনা দলীয় ফোরামে হওয়া উচিত ছিল। আমি মনে করি নেত্রী সবাইকে ডেকে আমাকে সামনে রেখে কথাগুলো বলে যা করা উচিত ছিল তা করতো। 

১৯৯৬ এর সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ব্যবহার করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, 'সেনাবাহিনীর বিপথগামীদের ঠেকানোর কোন উপায় তার ছিলো না। সেনাপ্রধান হিসেবে তার কোন ব্যর্থতা ছিল না। এটা নিয়ে আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় নেত্রীর কার্যালয়ে নেত্রীর সাথে এই বিষয়ে ৩-৪ ঘন্টা কথা হয়। সব শুনার পরে নেত্রী আর কিছু না বলে আমাকে আওয়ামী লীগে যোগ দিতে বলে। তার অর্থ টা আমি ধরে নিলাম যে তিনি হয়তো সন্তুষ্ট হয়েছিলেন। কিন্তু পরবর্তী তে আমি যেটা বুঝলাম যে তিনি আমাকে ব্যবহার করেছিলেন। কারণ আমি ছাড়া ওই সিট টা (নারায়ঙ্গঞ্জ-১) কেও তুলে আনতে পারতো না। ওই সিট টা যদি আওয়ামীলীগ পায় আওয়ামীলীগ সরকার গঠন করবে। আর বিএনপি পাইলে বিএনপি সরকার গঠন করতো। তার মানে আমি যদি পাশ না করি আওয়ামীলীগ সরকার গঠন করতে পারে না।


__._,_.___

--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors