Tuesday, July 2, 2013

পঞ্চায়েত নির্ধারিত সময়েই, আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

পঞ্চায়েত নির্ধারিত সময়েই, আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

পঞ্চায়েত নির্ধারিত সময়েই, আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: খারিজ হয়ে গেল আবেদন৷ পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার৷ মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, পূর্ব ঘোষিত নির্ঘণ্ট মেনেই পাঁচ দফায় ভোট হবে৷ সেই নির্ঘণ্টে কোনও রকম পরিবর্তন সম্ভব নয়৷ 

পঞ্চায়েত ভোটের দিনবদল নিয়ে যেক'টি আবেদন জমা পড়েছিল, তার প্রতিটিই খারিজ হয়ে গিয়েছে৷ এদিন বিচারপতি একে পট্টনায়ক ও রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনও অবস্থাতেই ভোটের দিন পরিবর্তন করা সম্ভব নয়৷ সেই সঙ্গে এদিন রাজ্য সরকারকে তিরস্কারও করেছে শীর্ষ আদালত৷ বাহিনী প্রশ্নে আদালতের কোপে পড়ে রাজ্য৷ 

রায়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেছেন, 'সংখ্যালঘুদের স্বার্থ রক্ষিত হলে খুশি হতাম৷ কিন্ত্ত কিছু করার নেই, এই নির্দেশ মানতেই হবে৷ রাজ্য সরকারের জন্যই রমজান মাসে ভোট হচ্ছে, এর জন্য অন্য কেউ দায়ী নয়৷' 


৪টে ০৩: হাইকোর্টে গড়িমসি করেছে রাজ্য সরকার। মন্তব্য সুপ্রিম কোর্টের। 

৩টে ৫৫: ''রাজ্য সরকার সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করতে চেয়েছে। তা ভেস্তে দিয়েছে সুপ্রিম কোর্ট'', জানালেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

৩টে ৪৬: ভোটের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ সুপ্রিম কোর্টের।  

৩টে ৪৫: বাহিনী বিতর্কে রাজ্য সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের। 

৩টে ৪৩: রমজান মাসের কারণে দুটি সংখ্যালঘু সংগঠন ও রাজ্য সরকারের দিন বদলের আর্জি খারিজ।   

৩টে ৪১: ১১, ১৫, ১৯, ২২, ২৫ জুলাই কান্দ্রীয় বাহিনী দিয়েই ভোট।  

৩টে ৩৭: আগের রায় অনুযায়ী পাঁচ দফায় ভোটে রাজ্যে। 

৩টে ৩৬: ভোটের দিন বদলের সমস্ত আর্জি খারিজ। ফের শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের। 

৩টে ৩৫: ভোটের দিন পরিবর্তন হচ্ছে না। আগের রায় অনুযায়ীই ভোট। জানাল সুপ্রিম কোর্ট। 

৩টে ৩০: সুপ্রিম কোর্টেই রয়েছেন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। 

৩টে ২৭: শুনানি শুরু সুপ্রিম কোর্টে। বিচারপতি পট্টনায়ক ও গগৈয়ের এজলাসে শুরু হল শুনানি।  

৩টে ১৫: দিন বদলের আশায় রাজ্য। শুনানি শুরু কিছুক্ষণেই।

৩টে: পাঁচ মিনিটে শুনানি শুরু সুপ্রিম কোর্টে। 

২টো: দিল্লিতে পৌঁছেছেন মীরা পাণ্ডে। 

১টা ৪৫: রমজান মাসে পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার শুনানি। ৩টেয় সুপ্রিম কোর্টে শুনানি। রাজ্য সরকারের আপিলও গৃহীত সুপ্রিম কোর্টে। রাজ্যকে রিভিউ পিটিশন দাখিলের নির্দেশ শীর্ষ আদালতের। 

১টা ৩০: সুপ্রিম কোর্টে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের মামলা। প্রধান বিচারপতির এজলাসে গৃহীত হল মামলা

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors