Monday, May 5, 2014

দণ্ডকারণ্য সহ ভারতের ১৮ টি প্রদেশে প্রায় ২ কোটি বাঙ্গালির স্থায়ী বসতি স্থাপনের অধিকার পাওয়া সত্বেও প্রতিদিন উৎখাত হওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন ।

প্রেস বিজ্ঞপ্তি


সুধী,

১৯৪৭ এর স্বাধীনতা বাঙালির হৃদপিণ্ডকে দু টুকরো করে দিয়েছে । দ্বিজাতি তত্বের বাংলা ভাগে বাঙালির কোন ভূমিকা ছিল না , ছিল রাজনৈতিক দাবা খেলায় কিছু নেতার ক্ষমতা দখলের অভীপ্সা । ফলে চিরস্থায়ী হয়ে রইল বাঙালিকে ভিটে-মাটি থেকে উৎখাতের ধারাবাহিকতা ।গান্ধী - নেহেরু -রাজেন্দ্রপ্রসাদ-প্যাটেল-এর উদবাস্তু সম্পর্কে সুমধুর বাণী  বাঙালি উদ্বাস্তুর জীবনে কোন স্থায়ী সমাধান করেনি।দণ্ডকারণ্য সহ ভারতের ১৮ টি প্রদেশে প্রায় ২ কোটি  বাঙ্গালির  স্থায়ী বসতি স্থাপনের অধিকার পাওয়া সত্বেও প্রতিদিন উৎখাত হওয়ার আশঙ্কায় প্রহর  গুনছেন । তাদের  সন্তান-সন্ততি তো মাতৃভাষা ও বাংলা সংস্কৃতিকে ভুলতে বসেছে; কারণ শিক্ষাঙ্গনে মাতৃভাষা ব্রাত্য ।কেন্দ্রে ২০০৩ সালে ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করে ভারতীয় জনতা  পার্টি । নুতন সংশোধিত ধারায় যখন - তখন যে কোন উদবাস্তু বাঙ্গালিকে  অনুপ্রবেশের তকমা লাগিয়ে তাড়িয়ে দেওয়া অথবা জেলে পোরা যাবে । উত্তরপ্রদেশ - আসাম - পশ্চিমবঙ্গ সহ অন্যান্য প্রদেশেও আইনের  এই ধারার প্রক্রিয়া শুরু হয়ে গেছে , যা সংবাদ মাধ্যমে প্রকাশ পায়না । সম্প্রতি বিজেপির স্ব-ঘোষিত ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভায় ঘোষণা করেছেন , 'উদবাস্তু বাঙালিরা !পোঁটলা - পুঁটলি নিয়ে তৈরী থাকো , ১৬ই মে-র পর ভারত ছেড়ে চলে যেতে হবে । -এই ঘোষণায় পশ্চিমবঙ্গ সহ  সারা ভারতের বাঙালি উদবাস্তুদের তীব্র প্রতিক্রিয়ায় বি জে পি নেতা রাজনাথ ভোট - বাক্সের কথা মাথায় রেখে '  ড্যামেজ কনট্রোল ' এ নেমে পড়েছেন । বলা বাহুল্য, এক সময় শিবসেনা প্রধান বালঠাক্‌রে বঙ্গাল -খেদা প্রক্রিয়া শুরু করেছিলেন । ভারতীয় জনতা পার্টির এই হুঙ্কারের তীব্র বিরোধিতা করছি আমরা । প্রত্যেক বাঙালি ' ভারতবাসী ' । ভারত থেকে উৎখাত করার অধিকার কারোর নেই ।
এই বিষয়ে আগামী ১০ই মে ,২০১৪ , বিকেল ৪ টায় কলকাতা প্রেস ক্লাবে আলোচনা সভায় উপস্থিত থাকছেন , অধ্যাপক সুনন্দ সান্যাল , মীরাতুন নাহার , ধীরাজ সেনগুপ্ত , (APDR) নব দত্ত, (নাগরিক মঞ্চ), ডাঃ সন্মথ নাথ ঘোষ , প্রতুল মুখোপাধ্যায় , অসীম গিরি পল্লব কীর্তনীয়া , অমল বাওয়ালী , দেবব্রত বিশ্বাস (মরিচঝাঁপি)ও অনেকে ।
এই সভায় সমস্ত সাংবাদিক বন্ধু,ও সহকর্মীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি ।
                                                                                                অভিনন্দন সহ 
  তারিখ- ১০ মে, ২০১৪                                                                 তুষার ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় মল্লিক 
                                                    আহ্বায়ক 
  মৃত্যঞ্জয় মল্লিক, সর্বভারতীয় সভাপতি                                                      বাঙালি রিফিউজি - ব্রিগেড
  বাঙালি রিফিউজি - ব্রিগেড
  কুমড়া, কাশীপুর, হাবড়া, উত্তর ২৪ পরগনা
  পশ্চিমবঙ্গ, পিন- ৭৪৩২৭১
  মোবাইল- 91 97329 53780    

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors