Friday, April 3, 2015

Nasreen Taslima বাংলাদেশে এখন বাংলাদেশিরাই বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করছে। এরা দেশটাকে মূর্খের দেশ বানাতে চাইছে। এই সন্ত্রাসীরা হত্যাযজ্ঞ শুরু করেছে কয়েক বছর আগে, আজও চালিয়ে যাচ্ছে। এটি শেষ হওয়ার নয়। এরা যুদ্ধেও হারবে না, পাকিদের মতো বিদেয়ও নেবে না। এরা মনের আনন্দে আরও আরও বুদ্ধিজীবী হত্যা করবে।



১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ওরা দেশটাকে মূর্খের দেশ
বানাতে চেয়েছিল। পাকিস্তানিরা খুব বেশিদিন ওই হত্যাযজ্ঞ চালাতে পারেনি। যুদ্ধে হেরে ওদের বিদেয়
নিতে হয়েছিল। বাংলাদেশে এখন বাংলাদেশিরাই বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করছে। এরা দেশটাকে
মূর্খের দেশ বানাতে চাইছে। এই সন্ত্রাসীরা হত্যাযজ্ঞ শুরু করেছে কয়েক বছর আগে, আজও চালিয়ে
যাচ্ছে। এটি শেষ হওয়ার নয়। এরা যুদ্ধেও হারবে না, পাকিদের মতো বিদেয়ও নেবে না। এরা মনের
আনন্দে আরও আরও বুদ্ধিজীবী হত্যা করবে। যতদিন না দেশ সত্যিকার মূর্খের দেশে পরিণত হয়,
ততদিন করবে।
পাকিস্তানি মুসলমানদের পক্ষে সম্ভব হয়নি বাংলাদেশকে মূর্খের দেশ বানানো। কিন্তু বাংলাদেশি
মুসলমানদের পক্ষে সম্ভব হচ্ছে দেশটাকে মূর্খের দেশ বানানো। ৮৪ জন বুদ্ধিজীবীকে হত্যা
করার একটা প্ল্যান বানিয়ে ফেলেছে এরা। বুদ্ধিজীবীর লিস্টটা দু'বছর আগের। নতুন লিস্টে আরও নতুন নাম ঢুকেছে। পাকিস্তান যেটা পারেনি, বাংলাদেশ সেটা করে দেখিয়ে দেবে। লোকে দেখুক। দেশপ্রেম কাকে বলে শিখুক।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors