Tuesday, May 26, 2015

‘এমপি-মন্ত্রীরা মিথ্যুক’

 'এমপি-মন্ত্রীরা মিথ্যুক'


যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাটস (এলডি) দলের সাবেক এক নেতা বলেছেন, দেশের বেশিরভাগ সংসদ সদস্য (এমপি) মিথ্যুক।
স্যার ম্যালকম ব্রুস নামের ওই নেতা এও বলেছেন, মন্ত্রী পরিষদের মধ্যেও অনেক মিথ্যাবাদী মন্ত্রী রয়েছেন।
এলডির সাবেক এই নেতা আরও বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীদের মধ্যেও কেউ কেউ মিথ্যুক।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার সকালে বিবিসির সঙ্গে এক আলাপচারিতায় ব্রিটিশ রাজনীতিকদের নিয়ে এমন মন্তব্য করেছেন ম্যালকম ব্রুস।
ব্রুস মনে করেন, জবাবদিহিতার অভাবে ও শাস্তির বিধান না রাখার কারণেই এমপি-মন্ত্রীদের মিথ্যা বলার প্রবণতা কমছে না।
ব্রুস বলেন, মিথ্যাবাদীর এই সংখ্যাটা কমে যেত 'রাতারাতি' যদি কি না মিথ্যা বলার কারণে সংসদ থেকে অপসারণ করা হতো এমপি-মন্ত্রীদের।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors