Monday, August 19, 2013

সেবির নজরে রাজ্যের আরেক অর্থলগ্নি সংস্থা কলকাতা ওয়্যার

সেবির নজরে রাজ্যের আরেক অর্থলগ্নি সংস্থা কলকাতা ওয়্যার

সেবির নজরে রাজ্যের আরেক অর্থলগ্নি সংস্থা কলকাতা ওয়্যার
মুম্বই: বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে তাদের অভিযানে এবার দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ডহারবারের বেআইনি অর্থলগ্নি সংস্থা কলকাতা ওয়্যার ইন্ডাস্ট্রিজের (কেডব্লিউআইএল) দিকে নজর পড়ল শেয়ার বাজার নিয়ামক সংস্থা সেবির৷ বুধবার জারি করা এক নির্দেশে কলকাতা ওয়্যার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শাজাহান খান সহ সংস্থার পরিচালন পর্ষদের অন্যান্য আধিকারিক সামশুল আলম খান, রামকৃষ্ণ মণ্ডল, প্রবীর হালদার, রতন কুমার, অজয় কুমার শ্রীবাস্তব, সেলিম লস্কর, লুকামন আনসারি, চন্দন চৌধুরী, শাহজামাল খান এবং লক্ষ্মীকান্ত গায়েনকে সাধারণ মানুষের কাছ থেকে কোনও উপায়েই টাকা তুলতে মানা করেছে সেবি৷ একই সঙ্গে কলকাতা ওয়্যারকে একটি কারণ দর্শাও নোটিসও পাঠিয়েছে নিয়ামক সংস্থাটি৷ নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে সংস্থা এবং এর প্রোমোটার ও ডিরেক্টরদের জবাব দিতে বলেছে সেবি৷ হোটেল, শপিং মল এবং সফটওয়্যার ডেভালপমেন্ট ছাড়াও আমার জীবন নামে পানীয় জল তৈরির ব্যবসাও আছে সংস্থাটির৷ 



সাহারার ঘটনায় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা উদ্ধৃত করে নিয়ামক সংস্থাটি বলেছে, এক লক্ষ বিনিয়োগকারীর কাছ থেকে 'প্রাইভেট প্লেসমেন্ট' নয় 'পাবলিক অফার' মারফত ৪৭.৯ কোটি টাকা তুলেছে কলকাতা ওয়্যার৷ যাসম্পূর্ণ বেআইনি৷ 'প্রাথমিক ভাবে রেডিমেবল প্রেফারেন্স শেয়ার' মারফত সাধারণ মানুষের কাছ থেকেটাকা তুলেছে কেডব্লিউআইএল৷ তবে, একই উপায়ে ৫০ জনের বেশি মানুষের কাছ থেকেএইটাকা তোলাহয়েছেযা বেআইনি৷ 



সেবির আগাম অনুমতি ছাড়া কলকাতা ওয়্যারকে তাদের কোনও সম্পত্তি বিক্রি করতেও মানা করেছে নিয়ামক সংস্থাটি৷ কলকাতা ওয়্যারের কাছে এবং তাদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা সাধারণের কাছ থেকে তোলা টাকাও অন্যত্র সরাতে মানা করে নির্দেশ পাঠিয়েছে সেবি৷ সেবিরকাছেকলকাতা ওয়্যারের নামে বেআইনি ভাবেটাকা তোলার অভিযোগ জমা পড়ার পরে বিষয়টি খতিয়ে দেখেনিয়ামক সংস্থাটি৷ এই বিষয়ে বিশদ তথ্য চাইলেও সেবিকে কোনওরকম সহযোগিতা করেনি কলকাতা ওয়্যার৷ অগত্যা রেজিস্ট্রার অফ কোম্পানিজের কাছে সংস্থাটির জমা দেওয়া কাগজপত্রথেকেযাবতীয় তথ্য সংগ্রহ করে শেয়ার বাজার নিয়ামক সংস্থাটি৷ সেবি দেখেপ্রাইভেট প্লেসমেন্ট হিসাবে 'রেডিমেবল প্রেফারেন্স শেয়ার' বিক্রি করেটাকা তোলার কথা বললেও তা ৫০ জনের মধ্যেসীমাবদ্ধরাখেনি সংস্থাটি৷ মোট ১,০৫,৮০৯ জন বিনিয়োগকারীর কাছ থেকে একই প্রকল্পে ৪৭.৯০ কোটি টাকা তুলেছে কেডব্লিউআইএল৷ পঞ্চাশ জনের বেশি লোকের কাছ থেকেটাকা তোলায় তা 'পাবলিক ইসু' বলে গৃহীত হবে এবং সেক্ষেত্রেসংস্থাটিকে অবশ্যই শেয়ার বাজার তালিকাভুক্ত হতে হবে বলে জানায় সেবি৷ 



সেবির হস্তক্ষেপেই গত বছর সাহারা গোষ্ঠীর দুই সংস্থা সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন এবং সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্পোরেশনকে তিন কোটি বিনিয়োগকারীর থেকে তোলা ২৪,০০০ কোটি টাকা সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ একই ভাবেসুমঙ্গল ইন্ডাস্ট্রিজকে আলুর বন্ড বিক্রি করে টাকা তুলতে মানা করেছে সেবি৷ অন্যদিকে, রোজ ভ্যালি গোষ্ঠীকে তাদের'হলিডে মেম্বারশিপ' প্ল্যান কেন কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমের আওতায় আসবেনাতাজানতে চেয়েছে শেয়ার বাজার নিয়ামক সংস্থাটি৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors