Sunday, August 4, 2013

বোনের সম্মান বাঁচাতে গিয়ে কাটোয়ায় খুন ভাই

বোনের সম্মান বাঁচাতে গিয়ে কাটোয়ায় খুন ভাই

বোনের সম্মান বাঁচাতে গিয়ে কাটোয়ায় খুন ভাই
কাটোয়া: বারাসতের রাজীব হত্যাকাণ্ডেরই পুনরাবৃত্তি এবার কাটোয়ায়। দিদির শ্লীলতাহানি আটকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন ভাই।

বর্ধমানের কাটোয়ার নসীপুরে রবিবার ভোরে এক আদিবাসী পরিবারের বাড়িতে হানা দেয় চার দুষ্কৃতী। বাড়ির দুই মেয়ের তারা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বোনের সম্মান রক্ষা করতে দুষ্কৃতীদের বাধা দেন তাঁদের দাদা গণেশ মুর্মূ । বাধা পেয়ে বেপরোয়া গুণ্ডারা ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। চিত্‍কার-চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর বাইশের গণেশে। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ গণেশ মুর্মূ একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। কাটোয়া সাব-ডিভিশন হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বারাসতেও বাড়ি ফেরার পথে দিদিকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে প্রাণ দিতে হয়েছিল ভাই রাজীব দাসকে। ২০১১-র ১৪ ফেব্রুয়ারি বারাসতে দিদি রিঙ্কুর সম্ভ্রম বাঁচাতে গিয়ে খুন হয় মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস। সেই সময় রাজ্যের বিরোধী নেত্রীর আসনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের অপদার্থতার অভিযোগ তুলেছিলেন। কিন্তু পরিস্থিতি যে কিছুই বদলায়নি, তাই ফের প্রমাণ হল।

অন্যদিকে, হাওড়ায় ধর্ষণে বাধা দেওয়ায় নয় বছরের এক কিশোরীকে মারধরের পর পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। জ্বলন্ত অবস্থায় সেই কিশোরীকে গত ৩১ জুলাই এসএসকেএম-হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেই এসএসকেএম-এই কিশোরীর মৃত্য হল। পুরো ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মূল অভিযুক্ত কুন্দন মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors