Thursday, October 31, 2013

ধনতেরাসের আগে অফারের বন্যা গয়নায়

ধনতেরাসের আগে অফারের বন্যা গয়নায়
gold
এই সময়: পাকা সোনার দাম ৩২,০০০ টাকার উপর৷ গয়না সোনা ৩০,৩২৫ টাকা প্রতি ১০ গ্রাম৷ ধনতেরাসের আগে ক্রেতা টানতে তাই বিভিন্ন ধরনের লোভনীয় ছাড় এবং অফার দিচ্ছে গয়না বিক্রেতারা৷ চলতি সপ্তাহে দেশে গয়নার বিক্রি গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ বাড়বে বলেই দাবি করছেন স্বর্ণ ব্যবসায়ীরা৷ শনিবার থেকে শুরু হওয়া সপ্তাহে দোকানে দোকানে ভিড় জমতে শুরু করেছে বলেই জানিয়েছেন নামী ও অনামী গয়না সংস্থাগুলি৷ ছাড় ও অফারের সুযোগ নিতে ক্রেতারাই ঝাঁপিয়ে পড়ছেন বলেই মত অধিকাংশের৷

ডি কে বসাক জুয়েলার্স সংস্থার এক আধিকারিক বলেন, 'সোনার গয়নার মজুরিতে আমরা ২০ শতাংশ ছাড় দিচ্ছি, হিরের গয়নার মজুরিতে ৫০ শতাংশ ছাড়৷' তাছাড়া, ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার কেনাকাটা করলে সোনার গিফটও দেওয়া হচ্ছে ক্রেতাদের৷ এ ছাড়া অন্যান্য কেনাকাটার উপরও উপহার দিচ্ছে ডি কে বসাক জুয়েলার্স৷ এই সব অফার চলবে ২ নভেম্বর অর্থাত্‍ দীপাবলির দিন পর্যন্ত৷

সেনকো গোল্ডও ধনতেরাস উপলক্ষ্যে ছাড় দিচ্ছে ২ নভেম্বর পর্যন্ত৷ সংস্থার তরফে জানানো হয়েছে, এই মরসুমে হিরের গয়নার মজুরির উপর ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে৷ সোনার গয়নার মজুরির উপর ২০ শতাংশ ছাড় রয়েছে৷ প্ল্যাটিনামের উপর ৫০ শতাংশ৷ ৩০ হাজার টাকার উপর গয়নার কেনাকাটা করলে রূপোর গণেশ মূর্তি উপহার পাবেন ক্রেতারা৷ এ ছাড়া কস্টিউম জুয়েলারি গসিপ কালেকশনের উপরও ১০ শতাংশ ছাড় মিলছে৷

একই রকম ছাড় দিচ্ছে পি সি চন্দ্র জুয়েলার্স৷ অফার চলবে ১ নভেম্বর পর্যম্ত৷ হিরের গয়নার মজুরিতে আট শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সোনার গয়নার ক্ষেত্রে ২০ শতাংশ৷ ধনতেরাস উপলক্ষ্যে গ্রাহকদের জন্য চার কোটি টাকা মূল্যে উপহারের সম্ভার সাজিয়েছে পি সি চন্দ্র জুয়েলার্স৷

অঞ্জলি জুয়েলার্স কর্তৃপক্ষ জানান, এ সপ্তাহ জুড়ে লাকি ড্র চলছে সংস্থার বিভিন্ন শো-রুমে৷ প্রতি এক ঘণ্টায় একজন ভাগ্যবানকে বেছে নেওয়া হবে ড্রয়ের মাধ্যমে এবং তাঁর গয়নার মজুরিতে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে৷ এ ছাড়া সোনার গয়নাতেও ২০ শতাংশ ছাড় দিচ্ছে অঞ্জলি৷ হিরের গয়নায় ২৫ শতাংশ, ৬৫ শতাংশ এবং ৮৫ শতাংশ ছাড় মিলছে৷ গ্রহরত্নের উপর ১০ শতাংশ ছাড় চলছে৷ লাকি ড্রয়ের মাধ্যমে বিভিন্ন বিজয়ীকে সোনার নেকলেস, এলইডি টিভি, ট্যাব, হিরের পেনডেন্ট উপহার দেওয়া হচ্ছে৷
লাকি ড্রয়ের পন্থা নিয়েছে বি সি সেন জুয়েলার্সও৷ সংস্থার তরফে জানানো হয়েছে, হিরের গয়নায় আট শতাংশ এবং সোনার গয়নায় ২০ শতাংশ ছাড় মিলছে শো-রুমে৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors