Monday, February 11, 2013

পসকোকে ১৫৫৪ একর জমি দেবে ওডিষা

পসকোকে ১৫৫৪ একর জমি দেবে ওডিষা
ভুবনেশ্বর: ওডিষার জগতসিংপুর জেলায় পসকো ইন্ডিয়াকে তাদের আগামী স্টিল প্রকল্পের জন্যে ১৫৫৪ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওডিষার রাজ্য সরকার।

এখনও পর্যন্ত ওডিষা সরাকার ৫৪৬ একর জমি দিয়ে দিয়েছে এবং খুব শীঘ্রই বাকি ১৫৫৪ একর জমি হস্তান্তর করবে বলে জানা গিয়েছে। পসকো ইন্ডিয়া প্রজেক্টের সাম্প্রতিকতম স্টেটাস রিপোর্টের তথ্যের ভিত্তিতে এই কথা জানিয়েছেন এক সরকারি সূত্র।আশা করা যাচ্ছে এই পদক্ষেপের পর পসকো তাদের কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটির অংশ হিসেবে প্রজেক্ট সাইটের আশপাশের গ্রামের উন্নয়নের কাজে ত্বরান্বিত হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দক্ষিণ কোরিয়ার স্টিল কম্পানির প্রাথমিক পর্যায়ে ২৭০০ একর জমির প্রয়োজন ছিল পারাদ্বীপের কাছাকাছি যাতে তারা তাদের ৮এমটিপিএ ক্ষমতার স্টিল প্লান্টের কাজ শুরু করতে পারে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন (ইডকো) ইতিমধ্যে ২১০০ একর জমি অধিগ্রহণ করতে সক্ষম হয়েছে। আগামী চার মাসের মধ্যে বাকি ৬০০ একর জমিও অধিগ্রহণ করা সম্ভভ হবে বলে জানানো হয়েছে।

এর পরেই পুরো জমি পসকোকে দিতে সমর্থ হবে ইডকো। আরও জানানো হয়েছে যে ১২এমটিপিএ গ্রিনফিল্ড স্টিল প্রজেক্ট বানানোর জন্যে মোট ৪০০৪ একর জমির প্রয়োজন পসকোর। পুরো প্রজেক্টের আনুমানিক মূল্য ৫২,০০০ কোটি টাকা। ৪০০৪ একর জমি নুয়াগাঁও, ধিনকিয়া, নোলিয়াশাহী, গোবিন্দপুর, পোলাং, বয়নালকন্ডা, ভুয়াঁপাল ও জটাধর থেকে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এছাড়াও রাজ্যের অধীনে থাকা ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে যে তারা পসকোকে পারাদ্বীপে টাউনশিপ বানানোর জন্যে ১৫০০ একর জমি এবং পসকো ইন্ডিয়ার কর্পোরেট হে়ড কোয়ার্টার বানানোর জন্যে ভুবনেশ্বরে ২০ একর জমি দেওয়ার প্রস্তাব দিয়েছে। --পিটিআই

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Census 2010

Welcome

Website counter

Followers

Blog Archive

Contributors