মুম্বই: দেশে বিত্তশালীর সংখ্যা বাড়ছে৷ ভারতীয় শিল্পপতিদের কর্মক্ষেত্র দেশের সীমানা টপকে এখন বিদেশে পা রেখেছে৷ তাই বিজনেস জেট বা শিল্পপতিদের ব্যক্তিগত বিমানের চাহিদা বাড়ছেই ভারতে৷ আগামী তিন বছরে দেশের প্রাইভেট জেট বিমানের সংখ্যা দ্বিগুণ হবে বলা যায়৷ আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা প্রাইসওয়াটার হাউস কুপারসের (পিডব্লুসি) রিপোর্টে এ কথা বলা হয়েছে৷
বণিকসভা ফিকি পিডব্লুসিকে এই রিপোর্ট তৈরির দায়িত্ব দেয়৷ পিডব্লুসি-র মতে, ২০১৬-১৭-এর মধ্যে ভারতে প্রাইভেট জেটের সংখ্যা দ্বিগুণ হবে৷ বর্তমানে ভারতে ১৬৫টি ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেট রয়েছে৷ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের পর ভারতেই ব্যক্তিগত বিমানের সংখ্যা সবচেয়ে বেশি৷ ২০০৫ সালে ভারতে মোট ব্যক্তিগত বিমানের সংখ্যা ছিল ২৬টি৷ পিডব্লুসি-র মতে, ২০১৬-১৭ অর্থবর্ষের মধ্যে ভারতের ব্যক্তিগত বিমানের সংখ্যা হবে ১২০টি বিজনেস জেট, ১৫০টি ছোট বিমান ও ১৮০টি ছোট হেলিকপ্টার৷ মূল্যের হিসাবে ৪৫০ কোটি মার্কিন ডলার৷
তবে, বর্তমানে ভারতের বিমান ব্যবসার হাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পিডব্লুসি৷ রিপোর্ট বলছে, বহির্বিশ্বের তুলনায় ভারতের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্র অনেকটাই পিছিয়ে রয়েছে৷ বিশ্বের মোট বিমান চলাচলের মধ্যে ভারতের অবদান মোটে ১৫ শতাংশ৷ সংস্থার রিপোর্টে উদাহরণ দিয়ে বলা হয়েছে, আমেরিকায় মোট ২,৫৫,০০০ বিমান রয়েছে৷ দেশের ৫,১১০টি বিমানবন্দর থেকে চলাচল করে সেগুলি৷ সেখানে ভারতে কার্যকরী বিমানবন্দর মোট ১৫০টি৷ চলাচল করে ৭০০ বিমান৷
তবে পিডব্লুসি-র আশা, অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি দেশে ব্যবসা বাড়ছে৷ শিল্পপতিদের সংখ্যা বাড়ছে৷ সংখ্যা বৃদ্ধি হচ্ছে কোটিপতিদেরও৷ সময় বাঁচাতে ও দেশের বিভিন্ন প্রান্তরে লহমায় পৌঁছে যেতে আগামী দিনে প্রাইভেট জেটের সংখ্যা ও চাহিদা দুই বাড়বে৷ পিডব্লুসি জানিয়েছে, দ্বাদশ যোজনায় অসামরিক বিমান ক্ষেত্রে মোট ৪০০ কোটি ডলারের বিনিয়োগ হবে বলে প্রত্যাশা রয়েছে৷ যে কারণে অসামরিক ক্ষেত্রে ব্যবহূত সেসনা, বোম্বার্ডিয়ার, গাল্ফস্ট্রিমের মতো ছোট বিমান প্রস্ত্ততকারী সংস্থাগুলিও ভারতে তাদের ব্যবসা সম্প্রসারিত করছে৷
বণিকসভা ফিকি পিডব্লুসিকে এই রিপোর্ট তৈরির দায়িত্ব দেয়৷ পিডব্লুসি-র মতে, ২০১৬-১৭-এর মধ্যে ভারতে প্রাইভেট জেটের সংখ্যা দ্বিগুণ হবে৷ বর্তমানে ভারতে ১৬৫টি ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেট রয়েছে৷ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের পর ভারতেই ব্যক্তিগত বিমানের সংখ্যা সবচেয়ে বেশি৷ ২০০৫ সালে ভারতে মোট ব্যক্তিগত বিমানের সংখ্যা ছিল ২৬টি৷ পিডব্লুসি-র মতে, ২০১৬-১৭ অর্থবর্ষের মধ্যে ভারতের ব্যক্তিগত বিমানের সংখ্যা হবে ১২০টি বিজনেস জেট, ১৫০টি ছোট বিমান ও ১৮০টি ছোট হেলিকপ্টার৷ মূল্যের হিসাবে ৪৫০ কোটি মার্কিন ডলার৷
তবে, বর্তমানে ভারতের বিমান ব্যবসার হাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পিডব্লুসি৷ রিপোর্ট বলছে, বহির্বিশ্বের তুলনায় ভারতের অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্র অনেকটাই পিছিয়ে রয়েছে৷ বিশ্বের মোট বিমান চলাচলের মধ্যে ভারতের অবদান মোটে ১৫ শতাংশ৷ সংস্থার রিপোর্টে উদাহরণ দিয়ে বলা হয়েছে, আমেরিকায় মোট ২,৫৫,০০০ বিমান রয়েছে৷ দেশের ৫,১১০টি বিমানবন্দর থেকে চলাচল করে সেগুলি৷ সেখানে ভারতে কার্যকরী বিমানবন্দর মোট ১৫০টি৷ চলাচল করে ৭০০ বিমান৷
তবে পিডব্লুসি-র আশা, অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি দেশে ব্যবসা বাড়ছে৷ শিল্পপতিদের সংখ্যা বাড়ছে৷ সংখ্যা বৃদ্ধি হচ্ছে কোটিপতিদেরও৷ সময় বাঁচাতে ও দেশের বিভিন্ন প্রান্তরে লহমায় পৌঁছে যেতে আগামী দিনে প্রাইভেট জেটের সংখ্যা ও চাহিদা দুই বাড়বে৷ পিডব্লুসি জানিয়েছে, দ্বাদশ যোজনায় অসামরিক বিমান ক্ষেত্রে মোট ৪০০ কোটি ডলারের বিনিয়োগ হবে বলে প্রত্যাশা রয়েছে৷ যে কারণে অসামরিক ক্ষেত্রে ব্যবহূত সেসনা, বোম্বার্ডিয়ার, গাল্ফস্ট্রিমের মতো ছোট বিমান প্রস্ত্ততকারী সংস্থাগুলিও ভারতে তাদের ব্যবসা সম্প্রসারিত করছে৷
No comments:
Post a Comment