শ্রীনগর: কারফিউয়ে থমথমে উপত্যকার জনজীবন৷ উত্তেজনার চোরা স্রোতটাও পরিষ্কার৷ বারামুল্লা জেলার ওয়াটারগাম এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই যুবক৷ আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই ঘটনা৷ তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে হঠাত্ করেই গুলি চালাতে শুরু করে পুলিশ৷ গুলিতে আহত হন ওই দুই যুবক৷ তাঁদের প্রথমে বারামুল্লা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে পাঠানো হয় শ্রীনগরের একটি হাসপাতালে৷ আরও দু'দিন কারফিউ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ ১১ ফেব্রুয়ারি মকবুল ভাটের মৃত্যু দিন৷ ওই দিন উপত্যকায় অশান্তি ছড়াতে পারে৷ সেই আশঙ্কায় থেকেই দু'দিন কারফিউ জারি রাখার সিদ্ধান্ত প্রশাসনের৷
রবিবার দ্বিতীয় দিনে কারফিউয়ে বেশ কিছু কড়াকড়ি করে প্রশাসন৷ চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ দিনও মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ এবং আধা সামরিক বাহিনী৷ উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে৷ সীমান্ত লাগোয়া দুই জেলা পুঞ্চ এবং রাজৌরিতেও বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে৷
এখনও পর্যন্ত সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩৬ জন৷ এঁদের মধ্যে ২৩জন পুলিশকর্মী৷ রবিবারও পুরো উপত্যকায় বন্ধ ছিল মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা৷ স্থানীয় কেবল চ্যানেলগুলির সম্প্রচারও হয়নি৷ মেলেনি খবরের কাগজও৷ শনিবার আফজলের ফাঁসির পরই উপত্যকায় বন্ধ হয়ে গিয়েছিল এই পরিষেবাগুলি৷ রবিবারও প্ররোচনামূলক কোনও খবর সম্প্রচার না করার জন্য সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন৷
এ দিকে সরবজিতের ফাঁসি নিয়ে কোনও হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য পাক প্রশাসনকে অনুরোধ করেছেন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিক৷ শনিবার আফজল গুরুর ফাঁসির পরই পাকিস্তানে দাবি উঠেছিল, খুব তাড়াতাড়ি ফাঁসিতে ঝোলানো হোক সরবজিত্ -কে৷ রবিবার ইসলামাবাদে আফজলের মৃত্যুতে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় মালিক জানান, 'আমি জানি কিছু মানুষ চাইছেন সরবজিত্ -কে ফাঁসি দেওয়া হোক৷ আমি তাঁদের কাছে এ ধরনের দাবি থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি৷ এ নিয়ে হঠকারি সিদ্ধান্ত না নেওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে অনুরোধও জানিয়েছি আমি৷'
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই ঘটনা৷ তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে হঠাত্ করেই গুলি চালাতে শুরু করে পুলিশ৷ গুলিতে আহত হন ওই দুই যুবক৷ তাঁদের প্রথমে বারামুল্লা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে পাঠানো হয় শ্রীনগরের একটি হাসপাতালে৷ আরও দু'দিন কারফিউ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ ১১ ফেব্রুয়ারি মকবুল ভাটের মৃত্যু দিন৷ ওই দিন উপত্যকায় অশান্তি ছড়াতে পারে৷ সেই আশঙ্কায় থেকেই দু'দিন কারফিউ জারি রাখার সিদ্ধান্ত প্রশাসনের৷
রবিবার দ্বিতীয় দিনে কারফিউয়ে বেশ কিছু কড়াকড়ি করে প্রশাসন৷ চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ দিনও মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ এবং আধা সামরিক বাহিনী৷ উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে৷ সীমান্ত লাগোয়া দুই জেলা পুঞ্চ এবং রাজৌরিতেও বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে৷
এখনও পর্যন্ত সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩৬ জন৷ এঁদের মধ্যে ২৩জন পুলিশকর্মী৷ রবিবারও পুরো উপত্যকায় বন্ধ ছিল মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা৷ স্থানীয় কেবল চ্যানেলগুলির সম্প্রচারও হয়নি৷ মেলেনি খবরের কাগজও৷ শনিবার আফজলের ফাঁসির পরই উপত্যকায় বন্ধ হয়ে গিয়েছিল এই পরিষেবাগুলি৷ রবিবারও প্ররোচনামূলক কোনও খবর সম্প্রচার না করার জন্য সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন৷
এ দিকে সরবজিতের ফাঁসি নিয়ে কোনও হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য পাক প্রশাসনকে অনুরোধ করেছেন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিক৷ শনিবার আফজল গুরুর ফাঁসির পরই পাকিস্তানে দাবি উঠেছিল, খুব তাড়াতাড়ি ফাঁসিতে ঝোলানো হোক সরবজিত্ -কে৷ রবিবার ইসলামাবাদে আফজলের মৃত্যুতে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় মালিক জানান, 'আমি জানি কিছু মানুষ চাইছেন সরবজিত্ -কে ফাঁসি দেওয়া হোক৷ আমি তাঁদের কাছে এ ধরনের দাবি থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি৷ এ নিয়ে হঠকারি সিদ্ধান্ত না নেওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে অনুরোধও জানিয়েছি আমি৷'
No comments:
Post a Comment